শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রঘুরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উপজেলার পশ্চিম রঘুরামপুর এলাকার আব্দুল আলিম ফকিরের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়- ৭ মাসে আগে প্রেমের সম্পর্ক নিয়ে কোর্টের মাধ্যমে বিয়ে করে রাজিয়া ও মিজানুর। বিয়ের পরে রাজিয়া জানতে পারে মিজানুরের ঘরে তার আরেকজন স্ত্রী ও সন্তান রয়েছে। পরে রাজিয়া স্ত্রীর মর্যাদা চাইলে মিজানুর টালবাহানা শুরু করে। পরে তার প্রথম স্ত্রী লাইজু বেগম রাজিয়াকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়। সোমবার রাতে মাদারীপুর শহর থেকে ব্যক্তিগত কাজ শেষে রাজিয়া তার মা পারুল বেগমকে নিয়ে বাড়িতে ফেরার সময় সাবেক কালিকাপুর এলাকার বাওরের সামনে আসলে তাদের ইজিবাইকের পথ রোধ করে মিজান ও তার প্রথম স্ত্রী লাইজু বেগম। পরে লাইজু বেগম ও মিজানুর রহমান রাজিয়াকে ইজিবাইক থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়।
এতে রাজিয়া রক্তাক্ত জখম হয়। পরে রাজিয়া ও তার মা পারুল বেগমের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় মিজানুর ও লাইজু বেগম। পরবর্তীতে আহত অবস্থায় রাজিয়াকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে রাজিয়া বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। পরে বিকেলে মামলার প্রধান আসামী মিজানুর রহমানকে পশ্চিম রঘুরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন- কালিকাপুরে গৃহবধূকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।