রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
“স্বাধীনতার ভাবনা লিখুন-জিতুন পুরস্কার” প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার পক্ষ থেকে এই প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন পাবেন ১ হাজার টাকা করে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র। স্বাধীনতার ৫২ বছর উপলক্ষ্যে “নতুন প্রজন্মের স্বাধীনতা ভাবনা” শীর্ষক সম্পাদিত গ্রন্থে সর্বোচ্চ ৫০০ শব্দের রচনা পাঠাতে পারবেন ১০ থেকে ৫০ বছর বয়সী যে কোন নাগরিক।
আগামী ৩০শে মার্চের মধ্যে লেখার সাথে লেখকের ছবি, সংক্ষিপ্ত পরিচিতি ও জাতীয় পরিচয়পত্র নম্বর সুতনী ফ্রন্টে কম্পোজ করে ইমেইল করতে হবে – সড়সরহসধযধফর@মসধরষ.পড়স- এ অথবা সরাসরি পেনড্রাইভে ২০৫ বিজয় নগর, শহিদ নজরুল ইসলাম চৌধুরী সরণি(দ্বিতীয় তলা), ঢাকা-১০০০। প্রয়োজনে কথা বলতে পারবেন ০১৭৯৫৫৬৮১৩৭(সাউন্ডবাংলা)।
উল্লেখ্য, বিজয়ী ১০ জনের ১০টি এবং সেরা আরও ৪২টি লেখাসহ প্রকাশিতব্য গ্রন্থটির প্রকাশনা উৎসবে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।