রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে (২২ ও ২৩ নভেম্বর) ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
গতকাল (২১ নভেম্বর) তারিখ রাত আনুমানিক ১১.৪০ এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন সীতাকুণ্ড উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।