শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশের ন্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক রাজধানীতেও যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় পৃথক পৃথক ভাবে রাজধানীতে দু‘টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথম অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় অভিযানে রাজধানীর মোহাম্মদপুরে গাঁজাসহ আরও ৩ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হন।
প্রথম অভিযান- গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলো- হুমায়ুন কবির ও মোঃ সেলিম।
গতকাল রবিবার ২০শে মার্চ ২০২২ইং দুপুর ৩টা ২০ ঘটিকায় কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযান চলাকালীন সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক ব্যাবসার কাজে ব্যবহৃত দুই’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন- কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ হুমায়ুন ও সেলিমকে গ্রেফতার করা হয়। এ ঘটবায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলায় রুজু করা হয়েছে।
দ্বিতীয় অভিযান- রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের নাম- ফুলবানু, ঝুমুর ও মোঃ শামীম। গতকাল রবিবার ২০শে মার্চ ২০২ ইং দিবাগত-রাত পণে ১১ ঘটিকায় মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম ভূঞা গণমাধ্যমকে জানান- মোহাম্মদপুর থানার রায়ের বাজার ইদ্রিস খান রোডের এ,আর, এন্টারপ্রাইজ এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় ফুলবানু, ঝুমুর ও শামীম নামের তিনজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। এ ঘটনায় মোহাম্মদপুর থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত আসামীদের পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় পৃথক দু‘টি অভিযানে আসামীদের হেফাজত হতে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার তথা ৫ জন মাদক কারবারি আসামীদের গ্রেফতারের বিষয়টি আজ সোমবার ২১শে মার্চ ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।