রবিবার, ১৩ Jul ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যুরাল ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজে অভিবাদন গ্রহন ও মনমুগ্ধকর ডিসপ্লের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
শনিবার ২৬শে মার্চ ২২ইং সকালের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে নগরির মর্ডাণমোড় স্মৃতিস্তম্ভ অর্জনে ফুলেল শুভেচ্ছা জানান- বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ সকল সরকারি কর্মকর্তারা।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন- সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহানগর বিএনপি, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহানগর জাতীয় পার্টি, যুবসংহতি, ছাত্র সমাজ, রংপুর প্রেসক্লাব, বিভাগীয় রিপোর্টার্স ইউনিটিসহ অন্যান্য রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বর্তমান সময়ে জনগণ মুক্তিযুদ্ধের গল্পগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার দাবি জানান। সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে শুরু হয় ডিসপ্লে, আনন্দ ও উচ্ছাসের উদ্মাদনা। সরকারি দপ্তরসহ অংশ নেয় মহানগরীর অধিকাংশই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা দিবস সারাদেশে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।