রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
অনলাইন প্রেস ইউনিটির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয়, বিভাগ-জেলা-উপজেলাসহ সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। ৩০শে মার্চ সন্ধ্যা ৭টায় এক সভায় সংবাদযোদ্ধা ও সংবাদপত্রের অধিকার আদায়ের জন্য নিবেদিত সংগঠন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সাবেক কার্যনির্বাহী সভাপতি একরামুল হক গাজী লিটন, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস্ চেয়ারম্যান আইয়ুব রানা প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ৭ দিনের মধ্যে আহবায়ক কমিটি গঠিত হওয়ার পর গণমাধ্যমকে জানানো হবে অবহিত করেন অনলাইন প্রেস ইউনিটির সাবেক যুগ্ম মহাসচিব আফরোজা জামান।