");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--650ngr .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--650ngr .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--650ngr .gt_switcher .gt_current{display:none}.gt_container--650ngr .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--650ngr .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--650ngr .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--650ngr .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--650ngr .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--650ngr .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৫নং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলামকে ২০শে এপ্রিল বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোহাম্মদ রেজাউল করিম জেলা প্রশাসক-কুড়িগ্রাম আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান এবং একই দিনে বেলা ৩টায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে ওই ইউপি’র সকল নির্বাচিত সদস্যেগণের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
শপথ বাক্য পাঠ পূর্ব অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু), নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনোয়ার হোসেন, অত্র ইউপির দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এ ছাডাও আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাব রাজারহাটের সহ সভাপতি মোঃ আলতাফ হোসেন সরকার, ৭১সংবাদ২৪.কম‘র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ সহ অন্যান্য গণমাধ্যমকর্মীবৃন্দ।
শপথ বাক্য অনুষ্ঠান শেষে বিদ্যানন্দ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের বলেন- আগামী ৫ বছর সততা ও নিষ্ঠার সহিত সকল নির্বাচিত সদস্যদের নিয়ে দায়িত্ব পালন করে যাবো।
উল্লেখ্য যে, গত ২৬শে ডিসেম্বর ২০২১ইং ৪র্থ ধাপের অনুষ্ঠিতব্য বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের ফলাফলে মোঃ তাইজুল ইসলাম নৌকা প্রতীক ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আলমগীর হোসেন মোটর সাইকেল প্রতীকে সমান সংখ্যক ভোট প্রাপ্তিতে ওই ইউপি’র চেয়ারম্যান পদের ফলাফল ড্র ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার।
এরই প্রেক্ষিতে কয়েক দফায় শুনানি শেষে ভোট পুনঃগণনায় মোটর সাইকেল প্রতীকের দু’টি ভোট বাতিল হওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ তাইজুল ইসলাম দুই ভোট এগিয়ে থাকে। পরে রিটার্নিং অফিসার উক্ত ফলাফল নির্বাচন কমিশনে পাঠালে নির্বাচন কমিশন গত ১৩ই এপ্রিল ২০২২ খ্রিঃ নৌকা প্রতীককে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।