মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
নড়াইল-যশোর মহাসড়কে দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ৩ পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা পুঠিয়া কান্দ্রা কলাবাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার র‌্যাব-১৩ এর অভিযানে দিনাজপুরে গাঁজাসহ গ্রেফতার ২ ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫ নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাংবাদিকতার শুদ্ধ চর্চায় অঙ্গীকারবদ্ধ পীরগাছা প্রেসক্লাব রংপুরে “জুলাই অভ্যুত্থান ও শ্রমজীবীদের হিস্যা” শীর্ষক আলোচনা দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করা হবে- সহকারী পুলিশ সুপার ধুনটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নড়াইলের নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” র‍্যাব-১১ এর অভিযানে কুমিল্লায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প ফুলবাড়ীতে আবাসিক হোটেলে চলছে অনৈতিক কর্মকান্ড নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১ ফুলবাড়ীতে গাছের চারা বিতরণ বয়স ৭০, রিকশার প্যাডেলে তার জীবনযুদ্ধ খুন হওয়া ইরফানের পিতাকে তারাগ‌ঞ্জ উপজেলা প্রশাসনের ভ্যান প্রদান

কিশোরগঞ্জে পাকাধান নিয়ে বড় মসীবতে কৃষক

আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে গত ১ সপ্তাহের অধিক সময় ধরে রাতে অবিরাম বৃষ্টিপাত আর জেঁকে বসা কালবৈশাখীর দমকা হাওয়ায় পাকা-আধা পাকা ধান নেতিয়ে পড়ে হাবুডুবু খাচ্ছে।পাশাপাশি বিঘার পর বিঘা জমির পরিপক্ক ভুট্টাও মাটিতে নেতিয়ে পড়ে চারা গজাচ্ছে।

এতে ভুট্টা চাষিরাও পড়েছেন চরম বিপাকে।তলিয়ে গেছে নিম্নাঞ্চলের পাট, কাঁচা মরিচসহ বিভিন্ন শাকসবজি। বিশেষ করে টানা এ বৈরী আবহাওয়া শ্রমিক সংকট, জোঁকের উপদ্রব। জোঁকের দলের রক্ত শুষে নেওয়ার ভয়ে শ্রমিকরাও মাঠে নামতে অনিহা। এতে দেড়মন ধানেও মিলছেনা একজন শ্রমিক।

এমন দৈন্যদশায় পড়ে কৃষক সোনালী স্বপ্নের ফসল ঘরে তুলতে না পারায় বড় মসীবতে পড়েছেন।এতে কৃষকের আগামীর বাঁচার স্বপ্ন কুড়ে কুড়ে খাচ্ছে কালবৈশাখীর রুদ্রমূর্তি।

আর ইতিমধ্যে যেসব কৃষক ধান কাটা মাড়াই করে ঘরে তুলেছেন রোদের অভাবে শুকাতে না পেরে ধান ঘোলিয়ে যাওয়াসহ চারা গজাচ্ছে। সেই সাথে উঠোন বাড়ি, সড়কে, সেচ ক্যানেলের ধারে ধান, খড় নিয়ে কৃষান- কৃষাণীরা কাঁদা মাটিতে খাচ্ছে গড়াগড়ি।

কৃষি অফিস সূত্র জানায়- চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ১৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে

এ পর্যন্ত কৃষক ৬০ ভাগ জমির ধান ঘরে তুলতে সক্ষম হয়েছে।

শনিবার সরেজমিনে দেখা যায়- নিত্যদিনের বৃষ্টিপাতের বিভিন্ন নিম্নাঞ্চলের ধানি বিলে হুহু করে বাড়ছে পানি।এতে জমিতে পচছে পাকা ধান। ফলে শত শত কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।

চাঁদখানা ইউনিয়নের নগরবন এলাকার বোরো চাষি শাহাজাহান সিরাজ জানান- একেই তো বৈরি আবহাওয়া, অন্যদিকে এক সাথে সবার জমির ধান পাকায় কাটার চাপও অধিক।এতে মজুরি বেড়ে শ্রমিক সংকট তৈরি হয়েছে।

খরচও হয়েছে বিঘাতে ১০ হাজার টাকার মত। যেখানে কাটা-মাড়াই শ্রমিক খরচ হত ৩০ হাজার টাকা। এখন বিঘায় খরচ হচ্ছে ৮ হাজার টাকারও বেশি।এত ধান চাষে লোকসান গুনতে হবে।

সদর ইউনিয়নের কেশবা গ্রামের কৃষক জাহাঙ্গীর জানান- তার ৭ বিঘা জমির ধান পানিতে হাবুডুবু খাচ্ছে।শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে পারছেন না। আর জোঁকের ভয়ে শ্রমিকরা মাঠে কাজ করতে অনিহা।

এতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।বাজারে ধানের দামও কম। এত কষ্ট করে ধান আবাদ কর লোকসান গুনতে হবে। এ যেন মরার ওপর খাঁড়ার ঘাঁ।

উঃ দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন- এ বছরের মতো এমন বৈরী আবহাওয়া জীবনে আর কখনো দেখিনি। দিনেও বৃষ্টি, রাত হলে শুরু হয় ভারি বৃষ্টিপাতসহ দমকা হাওয়া।

ধান কাটা ও শুকানো নিয়ে অন্তহীন দূর্ভোগে পড়েছি।উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন- ইতিমধ্যে অধিকাংশ জমির ধান কৃষক ঘরে তুলতে সক্ষম হয়েছে।

আর যেসব জমির ধান কৃষকরা কাটছেন তাদেরকে প্রাথমিকভাবে বাতাস দিয়ে সংরক্ষন করতে বলা হচ্ছে। আর রোদ হলে পুরোপুরি সংরক্ষণ করা যাবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com