সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর মাইনর মেরামতের দুই লাখ টাকাসহ আরো ৬০ হাজার টাকা স্কুলটির রং করেই শেষ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়- উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২১-২০২২ অর্থ বছরে ক্ষুদ্র মেরামত দুই লক্ষ টাকা, স্লিপের ৪০ হাজার এবং প্রাক-প্রাথমিকের ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
বিদ্যালয়টিতে গিয়ে দেখাযায় রং চং করেই বরাদ্দকৃত টাকা শেষ দেখিয়েছেন প্রধান শিক্ষক। বরাদ্দের বিষয়ে কথা বলতে নারাজ প্রধান শিক্ষক।
এব্যাপারে ওই ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরোজ কবির জানান- আপনারা অনিয়ম বিষয়ে লেখেন। সত্যতা পেলে আমি ব্যবস্থা গ্রহণ করবো।
বিদ্যালয়ের এস,এম,সি সদস্য জানান- প্রধান শিক্ষক কাউকে কিছু না জানিয়ে তার ইচ্ছামত বরাদ্দকৃত টাকা দিয়ে কাজ করেন। এমনকি বরাদ্দকৃত টাকার পরিমাণ কত সেটিও কমিটিকে বুঝতে দেন না।