শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
রাজশাহীর চারঘাটে ছোট ভাই আনারুল ইসলামের হাসুয়ার কোপে প্রান হারালেন বড় ভাই কামাল হোসেন(৪২)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের বথুয়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেনের পিতার নাম জামাল হোসেন। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ছোট ভাই আনারুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান- পুর্ব থেকে বড় ভাই কামাল হোসেনের সঙ্গে ছোট ভাই আনারুল ইসলামের পাট জাগ দেয়া ও টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আনারুল ইসলাম হাসুয়া নিয়ে বড় ভাই কামাল হোসেনকে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় বড় ভাই কামাল হোসেনকে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।
মডেল থানার ওসি জানান- সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীকে গ্রেফতারে চেষ্টা করলেও পুলিশ উপস্থিত হওয়ার আগেই অভিযুক্ত আনারুল
পালিয়ে গেছে। তবে আসামীকে গ্রেফতারে সর্বাক্তক চেষ্টা অব্যাহত রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।