শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশন ৪৯নং ওয়ার্ড কাউন্সিল মো ফারুক আহমেদ ও এলাকার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নেতাদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুরের এরশাদ নগর কাউন্সিলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- রেড ক্রিসেন্ট সোসাইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুইস রেড ক্রস পল দ্রোসো, বীর মুক্তিযোদ্ধা মো মজিবুর রহমান মাষ্টার, সিনিয়র রিজিলিয়েন্স ম্যানেজার মো জসিম উদ্দিন কবির, মোসলেহ উদ্দিন, উজ্জ্বল মিয়া, সাইফুল ইসলাম, বিপ্লব আহমেদ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে কাউন্সিল মো ফারুক আহমেদ জানান- ময়লা ও বজ্য থেকে জৈব সার উৎপাদন করার প্রক্রিয়া নিয়ে কথা হয় এবং ওয়ার্ডে পরিবেশ সুরক্ষার ও নগরীর মানুষের কল্যাণে কাজ করবে বলে আশ্বাস দেন।