সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
পুলক আহমেদ- বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী সভাপতি সুব্রত ঘোষ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ৬৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ইসলাম খান কে সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সুয়াইব শাহীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক সুয়াইব শাহীন বলেন- সিরাজগঞ্জ আমার জন্মভূমি, একটি আবেগ আর ভালবাসার নাম। শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নয়, দেশ এবং দেশের বাইরে সিরাজগঞ্জ জেলাকে প্রতিনিধিত্ব করতে আমরা চেষ্টা করব। জেলা সমিতিকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করছি।
সংগঠনটির নতুন সভাপতি ইশতিয়াক ইসলাম খান বলেন- একতাই আমাদের শক্তি। এই বিশ্বাসে নিজেদের কার্যক্রম শুরু করবে আমাদের কমিটি। কমিটির সবাইকে ভালোবাসা এবং অভিনন্দন।
প্রসঙ্গত- ২০১১ইং সাল থেকে ক্যাম্পাসে সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে নিজেদের ভাতৃত্ববোধকে অটুট রাখতে ও বিপদ-আপদে পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে।