শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
নুরকাদের সরকার- নিজস্ব প্রতিনিধিঃ
চিলাহাটি রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পরে রমজান আলী(২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় চিলাহাটি রেলস্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সময় ট্রেনটি স্টেশন থেকে ৫০০ কিঃ মিটার দূরে এই ঘটনাটি ঘটে।
ট্রেনে কাটা পড়া রমজান আলী ভোগডাবুড়ী ইউনিয়নে বৌউ বাজার এলাকার ৬নং ওয়ার্ডে কুলিপাড়া গ্রামের আনারুল ইসলাম ওরফে (আনাউর) ছেলে। এলাকার মানুষ বলেন নিহত রমজান আলী একজন রংমিস্ত্রি ছিলেন।
এলাকার মানুষ আরও জানান- রমজান আলী মাথার সমস্যা ছিল, তার বাবা ঢাকায় থাকেন, তার মা অন্য এক ছেলের হাত ধরে চলে গেছে, নিহত যুবকের গায়ে ছিল লাল ফুলহাতা গেঞ্জি, মাটিয়া রঙ্গের ফুল প্যান্ট, নেভিব্লু প্লাস্টিকের স্যান্ডেল।
সংবাদ পেয়ে সৈয়দপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের দাবিতে মৃতঃ রমজান আলীর মরদেহ পরিবারের কাছে ফিরিয়ে। বিষয়টি সৈয়দপুর রেলওয়ে জিআরপি এসআই মোঃ শফিউল ইসলাম নিশ্চিত করেছেন।