সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে মিছিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার (মুজিব চত্বরে)।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি.আই.এম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এ.জি.এম বাদশা, ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, তদন্ত ওসি মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, ধুনট সরকারি ডিগ্ৰী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, মেহেদী প্রমূখ।
ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপির পক্ষে থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা পরিষদের পক্ষ থেকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, ধুনট থানার পক্ষ থেকে ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ৭ই মার্চের ভাষণের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।