শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন জামায়াতের সেটাপ সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) আতাইকুলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দড়ি সারদিয়ার জামে মসজিদে বাদ মাগরিব কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আকরাম হোসেন মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শওকত হোসেন বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলার আইন বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, উপজেলা উলামা মাসাশেক পরিষদের সভাপতি ও আতাইকুলা ইউনিয়নের তদারককারী মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, আতাইকুলা মাধপুর আমেনা খাতুন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. জাবেদ আলী, মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মো. নুরুন্নবী, মো. খায়রুল ইসলাম, মো. সোহেল রানা সহ তেক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রোগ্রাম শেষে ২০২৫-২৬ সেশনের জন্য মোঃ আকরাম হোসেন মন্ডলকে সভাপতি এবং হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে সেক্রেটারি মনোনিত করা হয়।