সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের, আইডিয়া প্রকল্পের আওতায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের এলডি হল-এ দেশের সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের জন্য “স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান” অনুষ্ঠানে ৪১ নারীকে স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ডঃ শিরীন শারমিন চৌধুরী, এমপি।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রত্না আহমেদ এমপি এবং শামসুন নাহার এমপি। উক্ত অনুষ্ঠানে ৪১ নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০,০০০ টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন -জুনায়েদ আহমেদ পলক এমপি মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।