সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
নূর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য স্কাউট জাম্বুরিতে অংশ নিতে গেলেন মিরসরাই উপজেলার জেবি উচ্চ থেকে সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী লুৎফা আঞ্জুমান তুসি। আগামী ১ থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব স্কাউট সম্মেলনের ২৫তম আসর। সম্মেলনে বাংলাদেশ থেকেও একটি দল যোগ দিবে।
সে দলের সদস্য হিসেবে গেছেন তুসি। রোববার (৩০শে জুলাই-২৩ইং) রাত ১১.৫৫টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সে রওয়ানা দেয় সে। তুসি উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামের বাসিন্দা নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক লুৎফর রহমান ও ফাতেমা গালর্স হাইস্কুলের সিনিয়র সহকারি শিক্ষিকা আঞ্জুমান আরা বেগমের কন্যা। চারভাই বোনের মধ্যে তুসি তৃতীয়
জেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়–য়া বলেন, বিশ্ব স্কাউট জাম্বুরীতে আমাদের বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অংশ নেবে। দেশের হয়ে এমন সম্মেলনে অংশগ্রহণ করা অত্যন্ত গর্ব ও আনন্দের। জেবি পরিবার তাঁর শিক্ষার্থীদের বিশ্বায়নের যুগে প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে ে যোগদান শুধু মিরসরাই নয়, বাংলাদেশকেও বিশ্ব দরবারে প্রশংসিত করবে।