রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
অনুসন্ধান
আবু হেনা মোস্তফা কামাল
কেমন জানি হয়ে গেছিস
নিস না এখন খোঁজ,
সকাল বেলা ঘুম ভাঙলেই
তোকেই খুঁজি রোজ।
প্রত্যুষে আর দিস না কেন
সম্ভাষণের হাসি,
তুই বিনে মন মনমরা নাও
ধীর স্থির ভাসি।
হেমন্তের এই নীরব রাতে
শিউলী ফুটে ফুটে,
মাটির উপর আঁকে চাদর
সুগন্ধ তার টুঁটে।
এমন সকাল নিমগ্ন হয়
তোর আবেগে – ধ্যানে,
খুঁজি তোকেই মতান্তরে
অচেতন বা জ্ঞানে।
আলোয় ভরা সকাল ধরা
নিখোঁজ শুধু তুই।
খুঁজতে তোকে ব্যস্ত এখন
একশো গোলাপ জুঁই!
হেমন্তের এই অলস বেলায়
কবে নিবি খোঁজ?
এমন সকাল ঘুম ভাঙলেই
তোকেই খুঁজি রোজ!
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com