শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আলসাহাব(২১) নামে এক যুবক এবং অজ্ঞাত পরিচয়ের আরো একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় এক পথচারীসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ১১ই এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ঢাকা যশোর মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলসাহাব ফরিদপুর জেলার সালথা থানার কুমার পাটি গ্রামের আসাদুজ্জামান মাতুব্বরের ছেলে। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) মোঃ শওকত হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া থেকে একটি মোটর সাইকেল দ্রুত গতিতে নড়াইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার হাওইখালি ব্রিজ এলাকার এলাকায় পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সুপারি গাছে ধাক্কা দেয়।
এসময় মোটরসাইকেলে থাকা তিনজনসহ এক পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করলে হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলসাব ও অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃতঃ ঘোষণা করেন। তাদের কাছে থাকা একটি মোবাইল ফোন থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে।
নড়াইল সদর হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে আসেন চারজন এর মধ্যে দুইজন মারা গেছেন বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে নেয়া হলে দুইজন মারা গেছেন, এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com