সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
শপথের দাবী পূরনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ভাই-বোনদের সেবকের ভুমিকায় এগিয়ে আসতে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম পরিচালক মাওলানা আব্দুল হালিম।
সোমবার (৩ নভেম্বর) সকালে রংপুরের টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মহানগর আমির শপথ গ্রহণ ও রুকন সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় শপথের কর্মী হিসেবে প্রত্যেক রুকন ভাই-বোনদেরকে শপথের দাবী পূরনে সেবকের ভুমিকায় এগিয়ে আসতে হবে। সমাজে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আল কোরাআনের আইন প্রতিষ্ঠা করতে আনুগত্য আর শৃংখলা মেনে চলবো।
তিনি বলেন, আমরা মালিক বা নেতা নই, আমরা সেবক। তাই সকল প্রতিকুল পরিবেশ ডিঙিয়ে ইসলামী আন্দোলনের কাজে আঞ্জাম দিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী প্রমুখ।
রুকন সম্মেলনের শুরুতে নবনির্বাতি মহানগর আমীর হিসেবে উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর রুকনদের গোপন ভোটে মহানগর মজলিশে শুরার সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।