বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
ফেরদৌসুর রহমান- নিজস্ব প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ে অসহায় শীতার্তদের কাছে রাতে ছুটে গেলেন,ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম। রুহিয়ায় শীতবস্ত্র নিয়ে অসহায় শ্রমিকদের মাঝে শীত নিবারণের নিমিত্তে কম্বল বিতরণ করেন তিনি।
বুধবার রাতে সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শতাধিক শ্রমিকদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। এদের বেশির ভাগ রিকশা ও ভ্যান শ্রমিক এবং অসহায়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা বিএনপি সভাপতি মো. আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সচিব আব্দুল মান্নান ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি মো. শহিদুল হক, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মঝাহারুল ইসলাম বাদল প্রমূখ।
নির্বাহি কর্মকর্তা বলেন, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল অসহায় শ্রমিক এবং দরিদ্র মানুষ গুলো। এ শ্রেণি পেশার মানুষগুলো এমনিতেই দুঃখ কষ্টে জীবন-যাপন করে থাকে। তাই সরকারি বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল, সবার আগে তাদের মাঝে বিতরণ করেছি। তিনি আরো বলেন, সরকারি ভাবে আমাদের কম্বল বিতরণ চলমান থাকবে। তবে সমাজের ধনাঢ্য ব্যক্তিগণ যেন তাঁদের নিজ এলাকার অসহায় শীতার্তদের পাশে দাঁড়ান।