শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে এক সাবেক মেম্বারের বাড়ী থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১ ডজন জুয়ারীকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ছিটরাজিব গ্রামের মৃত. নমির উদ্দিনের ছেলে আরিফুজ্জামান ওরফে আশরাফুল(৪০), মৃত. জেনছের আলীর ছেলে মাহবুব(২৮), মৃত. তফেল উদ্দিনের দুই ছেলে বাচ্চু(৪০), বাবুল হোসেন(৫০), মৃত. মফিল উদ্দিনের ছেলে মনসুর আলী(৫২), নুর মোহাম্মদের ছেলে সেলিম হোসেন(৪৫), মৃত. ছকিম উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম(৩৫), মৃত. জসিম উদ্দিনের ছেলে বাবুল হোসেন(৪৫), মৃত. মফেল উদ্দিনের ছেলে আব্দুল কাদের(৬০), বাজেডুমরিয়া গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে মাসুদ রানা(৪১), আবু বক্কর সিদ্দিকের ছেলে সোনা উদ্দিন(৪৮), ও মৃত. বজলার রহমানের ছেলে সোহাগ(৪০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ছিটরাজিব মাঠের বাজার এলাকায় ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস ̈ আব্দুল ওহাবের পরিত্যাক্ত বাসায় কিছু লোক টাকা দিয়ে জুয়া খেলছে, এমন খবর পেয়ে কিশোরগঞ্জ থানার একটি টিম গতকাল রাত ১ ঘটিকার সময় সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১২ জনকে আটক করে। সে সময় আসামীদের কাছ থেকে ১ সেট তাস ও ২৩ হাজার ২ শত ৯০ টাকা জব্দ করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপধাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকসদল রাতে অভিযান চালিয়ে জুয়ারীদের গ্রেফতার করে। টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে তাঁদেরকে পধকাশ ̈ জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক নীলফামারী কোর্টে প্রেরণ করা হয়।