বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
তারাগঞ্জে তারুণ্যের উৎসব ও দিনব্যাপী মেলা ২০২৫ উদযাপন করা হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ২০২৫ইং বেলা ১১ টায় উপজেলার তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা প্রশাসন। র্যালিটি ডিগ্রী কলেজ মাঠ থেকে মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকরর্তা মো. রুবেল রানা “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” শীর্ষক দিনব্যাপী মেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা, সহকারী কমিশনার (ভূমি) মো. জিন্নাতুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়, মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. রেহেনা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. আঞ্জুমান আরা প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তরুন প্রজন্মের উদ্যোম উন্নয়নশীল নতুন বাংলাদেশ গড়ার অপার সম্ভাবনা নিয়ে আমাদের এগিয়ে চলা। রাষ্ট্রের আধুনিকায়নে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে গণসম্পৃক্ততায় বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছি, আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্যই হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা এবং বাংলাদেশের রুপবৈচিত্র্য ও অঞ্চল ভিত্তিক সংস্কৃতির উদযাপনী সৌন্দর্যকে উপভোগ করা।
মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রযুক্তিগত আবিষ্কার ও ব্যবহার বিধি নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলার স্টল গুলোতে তা প্রদর্শন করা হয়। এছাড়াও তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে তারুণ্যের হাতে কেমন হবে আগামীর বাংলাদেশ শীর্ষক দশটি করে ধারনা চেয়ে প্রতিযোগীতার আয়োজন করা হয়।