শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে তুলারামপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের তুলারামপুর গ্রামে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপুর্ণ আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনিত ২৪, রংপুর-৬(পীরগঞ্জ) আসনের সাংসদ প্রার্থী জেলা মজলিস ও কর্মপরিষদের শুরা সদস্য সহকারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
এ সময় ফাউন্ডেশনের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সাবেক আমির সহকারি অধ্যাপক একেএম ইদ্রিস আলী বিশেষ অতিথি ছিলেন। এলাকার প্রায় সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান নারী-পুরুষ ইফতার ও দোয়া মাহফিলে শরিক হয়।