বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:১০ অপরাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) ও ইঞ্জিনিয়ার বিভাগের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে রংপুর নগরীর গোমস্তপাড়ায় CDD ভবনের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইঞ্জিনিয়ারিং বিভাগ ও FDEB সেক্রেটারি প্রকৌশলী মামুন মিয়ার সঞ্চালনায় ও FDEB এর রংপুর মহানগর শাখার সভাপতি প্রকৌশলী আবু আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, FDEB এর কেন্দ্রীয় সভাপতি(ভারপ্রাপ্ত) প্রকৌশলী আব্দুছ ছাত্তার শাহ্।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, NDF এর কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি, প্রকৌশলী ছাইদুজ্জামান দুলাল।
বক্তারা সংক্ষিপ্ত আলোচনা রমজানের তাৎপর্যের ব্যাখা দিতে গিয়ে বলেন, রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরির শাবান মাসে। এ সম্পর্কে পবিত্র কোরআনের সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মোমিনরা! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি, যাতে তোমরা আল্লাহভীরু হতে পারো, পরহেজগার হতে পারো।
এ আয়াত থেকে আমরা বুঝতে পারি, রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া, নিজেকে পরিশুদ্ধ করার জন্য। রমজানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহতায়ালা এ মাসটিকে স্বীয় ওহি সহিফা ও আসমানি কিতাব নাজিল করার জন্য মনোনীত করেছেন। অধিকাংশ কিতাব এ মাসেই নাজিল হয়েছে। তাই এই পবিত্র মাসকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে কাজে লাগাতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, প্রকৌশলী আরিফুর রহমান আরিফ, প্রকৌশলী আব্দুল হামিদ শাহ, প্রকৌশলী কামরুল হুদা, প্রকৌশলী সাইদুল হক, প্রকৌশলী আফজালুল হক প্রমুখ।