বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
তারাগঞ্জ ওয়াকফ এস্টেট (স্নাতকোত্তর) কামিল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের আয়োজনে মঙ্গলবার (১১ মার্চ) “সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবিদের সম্মানে ইফতার মাহফিল”- ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি প্রভাষক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা পেশাজীবি সম্পাদক, প্রচার ও মিডিয়া বিভাগ শাহাদাত মাজেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ শাখার আমীর এসএম আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবি বিভাগের উপদেষ্টা ইয়াকুব আলী, তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম।
উক্ত আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী, প্রচার ও মিডিয়া বিভাগ প্রভাষক মোঃ বুলবুল হোসেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।