মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
রাকিব হোসেন- ঢাকা জেলা প্রতিনিধিঃ
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু আহমেদ মন্নাফীর বিরুদ্ধে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক কটূক্তির প্রতিবাদে রাজধানী ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বংশাল চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক- হাজী মোহাম্মদ ইসমাইল হোসেন
সভাপতি বংশাল থানা- হাজী গোলাম মোস্তফা সাধারন সম্পাদক, বংশাল থানা সিরাজ উদ্দিন বাদল হাজী মীর মাহাবুব রনিসহ ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন- তারেক রহমান দেশ ও জাতির একজন বড় শত্রু। তিনি বিদেশ থেকে বাংলাদেশকে ধ্বংসের জন্য একের পর এক ষড়যন্ত্র করেই চলেছেন যা কখনো সফল হবার নয়। তার দলের লোকজনকে দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে কটূক্তি করার অধিকার তার নেই।
তাই পাকিস্তানের দোসর তারেক রহমানের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ সর্বদা সোচ্চার রয়েছি। তাছাড়া বিএনপি’র যে কোন প্রকার ষড়যন্ত্র কে আমরা ধুলিস্যাৎ করে দিব।