বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
“এই সমাজ”
কবি- অজ্ঞাত
-এইযে, আপনাকে চেনা চেনা লাগছে!
জ্বী, আমি এপাড়াতেই থাকতাম,
-ও, তা কাকে চাচ্ছেন?
না পুরোনো কাউকে দেখছিনাতো, তাই খুঁজছিলাম…
আচ্ছা, ওই বাড়িটতে সত্য থাকতো না?
-জ্বী ওটা চাতুর্যরা দখল করে নিয়েছে, কথা বলবেন?
না থাক, আর ওই বাড়িটা?
-ওহ! বিবেকদের বাড়ির কথা বলছেন?
-ওরাও নেই এখন, বাড়িটা খালি পড়ে আছে,
-শুনেছি, লালসা ওটা কিনে নিবে, নিলাম হয়েছে।
ওরা এখন কোথায় থাকে জানেন?
-কি মুশকিল! আমি কি করে জানব?
আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরা? ওরাও চলে গেছে?
-ওদের কথা শুনেছিলাম,
-ওদিকটায় থাকত শুনেছি, এখন আর চোখে পড়ে না।
-ওবাড়িতে সঠতা আর কুটচাল থাকে।
আচ্ছা সততার কি খবর বলতে পারেন?
-কোন সততা?
ঐযে বিবেক এর ছেলে আর সত্যের বড় ভাই।
-ওহ, আর বলবেন না, বেচারা ক্যান্সার হয়ে রোগে ধুকছে, -শুনেছি খুব অসুস্থ
-মনে হয় বাঁচবে না।
আর লজ্জা ওদের বাড়িও কি খালি?
-না না খালি কি আর থাকে?
-তবে লজ্জা আর নম্রতা ওদের আর দেখি না
-ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা থাকে
কোন বাড়ি?
-ওইযে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে?
-ওর নাম কাম, ওটাই নগ্নতার বাড়ি
আচ্ছা পাড়ার মুরুব্বী ছিল মর্যাদা আর সম্মান
তাদের সাথে একটু কাজ ছিল,
-আর বলবেন না, সম্মানকেতো অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই তাড়ালো
-আর মর্যাদা? রাতের আঁধারে পালিয়ে বাঁচল।
-ওই বাড়িতে এখন বিত্ত আর বৈষম্য থাকে।
আচ্ছা হাসিদের বাড়িটা কোনটা বলতে পারেন?
-হাসি মানে আনন্দ এর বোনের কথা বলছেন?
জ্বী জ্বী ওরাই,
-কিযে বলেন ওরাতো কবেই কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে।
-কি বললেন? ভালবাসা?
-না ভাই, বিশ্বাস যেদিন মারা গেল, এরপর ভালবাসাকে কেউ দেখেনি।
-ওর বাড়িতে তালা ঝুলছে।
আচ্ছা পুরোনো কেউই কি নেই?
পুরোনো বলতে,
ওইযে ডানে বড় বাড়িটা দেখছেন?
-পাঁচ তলা? হ্যাঁ, ওটা দুঃখের বাড়ি, একতলা ছিল ।
-তার পাশেই তিন তলাটায় যন্ত্রনা থাকে, দশতলা ফাউন্ডেশন করেছে।
-মাঠের পাশের বাড়িটা দেখছেন?
-ওটা প্রতারকদের, কুড়ে ঘর ছিল এখন দালান হয়েছে।
– অবিশ্বাস ওখানে ভাড়া থাকে,
-আর ওইযে পুকুরপাড়ে, ওটা অভাবের, আগের মতই আছে।
-আপনার নাম ?
-হা হা হা চিনলেন না? আমি নিয়তি, দেখননি কখনো তবে নাম শুনে থাকবেন
-আচ্ছা আপনারা কারা ভাই?
আমি জীবন, আর ও শান্তি
-ওহো! আপনাদের জন্যইতো এতকাল অপেক্ষা করছি।
-প্লিজ আসুন,
-আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন,
-কি বলছেন? কোথায় থাকবেন?
-কোন বাড়িটা লাগবে বলুন, প্লিজ বলুন তবু যাবেন না।
-আপনাদের খুব দরকার।
দুঃখিত ভাই,
যেখানে, বিশ্বাস, ভালবাসা, সততা, সম্মান, মর্যাদা কেউ নেই সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে!
আসি, তারা আসুক, আবার দেখা হবে…!