বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
নড়াইলে জমি নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা ধুনটে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সম্মাননা প্রদান যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারির কারাদণ্ড তারাগঞ্জে চাষিদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ ধুনটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত নীলফামারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ধুনটে হ্যান্ডকাপসহ পলাতক আসামিকে গ্রেপ্তার পীরগঞ্জে বিএনপি’র মা সমাবেশ অনুষ্ঠিত পীরগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠণ নড়াইলে খুলনার রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে ৭৫ জন গ্রাম পুলিশ পেলেন বাই-সাইকেল ও পোশাক আজকের গাছ- আগামীর নিঃশ্বাস- বৃক্ষরোপনে ইউএনও রুবেল রানা ইছামতী নদীতে থেকে নবজাতকের লাশ উদ্ধার কিশোরগঞ্জকে গ্রীন ও ক্লিন কিশোরগঞ্জ গড়তে চাই- নবাগত ইউএনও নীলফামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইমারত নির্মাণ তারাগঞ্জে একই ব্যক্তির ৬ গরু চুরি নড়াইলে এক গৃহবধূর তিন সন্তান জন্ম ধুনটে বসতভিটা অবৈধ দখল চেষ্টায় থানায় অভিযোগ আবু সাঈদের রক্তের সাথে বেইমানী করবেন না- এটিএম আজহার ফুলবাড়ীর দৌলতপুরে জমি জমার বিরোধে মারপিট

কিশোরগঞ্জে দি লায়ন সার্কাস প‍্যান্ডেলে দর্শকের মধ‍্যে মারামারী- গুরুতর আহত ১

শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাহাগিলি ইউনিয়নের নান্নুর বাজারে দি লায়ন সার্কাস প‍্যান্ডেলে দর্শকের মধ‍্যে মারামারী করে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ পাতাপাতালে চিকিৎসাধীন আছেন মোকছেদুল ইসলাম(২৮) নামে এক যুবক। সে খাতা মধুপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

সোমবার ১২ই জুন রাত ১১টায় সার্কাস চলাকালীন সময় শিল্পীদের উৎসাহ দেয়ার জন‍্য টাকা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ‍্যে হাতাহাতি শুরু হয়। সার্কাস পরিচালনা কমিটি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করাকালীন এক পর্যায়ে তাকে এলোপাতারী মার ডাং শুরু করে দেয় অপর পক্ষ। সে গুরুতর আহত হলে তার স্বজনরা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে আসে।

তার শারীরিক অবস্থা বেগতিক মনে হলে কর্তব‍্যরত চিকিৎসক ডাঃ মহিমা রঞ্জন রায় রংপুর মেডিকেল কলেজ পাতাপাতালে রেফার্ড করেন।

রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে কর্তব‍্যরত চিকিৎসক ডাঃ মহিমা রঞ্জন রায় জানান- রোগীর মাথায় প্রচন্ড আঘাত লাগায় রোগী বমি করতেছে। তার সিটি স্ক‍্যান করার পরামর্শ সহ উন্নত চিকিৎসার জন‍্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সার্কাস পরিচালনা কমিটি জেলা প্রশাসকের নিকট অনুমতির জন‍্য আবেদন করিলে জেলা প্রশাসক ১০টি শর্ত আরোপ করে ১লা জুন হতে ১৫ই জুন পর্যন্ত ১৫ দিনের অনুমতি প্রদান করেন। সেই নীতিমালা অনুযায়ী সার্কাস পরিচালনা করে আসিতেছে।

মারামারী বিষয়ে কথা হলে সার্কাস পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক জানান- দীর্ঘদিন যাবৎ এলাকায় কোন বিনোদনের ব‍্যবস্থা না থাকায় ৬০ জন সদস‍্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করে জেলা প্রশাসক মহোদয়ের নিকট অনুমতির জন‍্য আবেদন করি।

আবেদনের প্রেক্ষিতে তিনি কিছু শর্ত সাপেক্ষে ১৫ দিনের অনুমতি প‍্রদান করেন। ইতিমধ‍্যে ১২ দিন অতিবাহিত হয়ে গেছে। রাত্রীকালীন শো আরম্ভ হয় রাত ৯টায়। শো চলাকালীন মঞ্চে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন চলচিত্র জগতের খল অভিনেতা কাবিলা ও তার সফরসঙ্গী।

রাত ১১টায় শিল্পীদের উৎসাহ যোগানোর জন‍্য টাকা দেয়াকে কেন্দ্র করে দর্শকের মধ‍্যে মারামারী শুরু হয়।শিল্পীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা কমিটির সদস‍্যগণ তাদের শান্ত করি। তারা আমাদের কথা না শুনে আবার ও মারামারী শুরু করে দেয়।

এ ব‍্যাপারে পরিচালনা কমিটি কোন ভাবেই দায়ী নয়।

এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার জানান- মারামারীর খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে পরিবেশ শান্ত করে দিয়েছে। থানায় এখনো অভিযোগ কেউ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com