রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ থানায় নবাগত ওসি রাজীব কুমার রায়‘র যোগদান উপলক্ষে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে থানা পুলিশের আয়োজনে থানা কনফারেন্স রুমে এ সভা হয়।
নবাগত ওসি রাজীব কুমার রায়‘র সভাপতিত্বে,ওসি (তদন্ত)এসএম শরীফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোয়ার আলম।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ‘লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, এমপি প্রতিনিধি রেজাউল আলম (স্বপন) যুগান্তর প্রতিনিধি অধ্যাপক আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা(সাবেক কমান্ডার) হাবিবুর রহমান হাবুল, রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ৯টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার, বিভিন্ন সাংবাদিক সংগঠেন সভাপতি/সাধারণ সম্পাদকসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এসময় বক্তাগণ উপজেলার আইন-শৃংখলার রক্ষার সার্বিক দিক তুলে ধরেন।