শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
জুভেনাইল জুয়েল- কু্ষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজ্নবীপুর গ্রামের মাঠ থেকে গতকাল গলায় ফাঁস ও পা বাধা অবস্থায় মফিজ মন্ডল(৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়া পুলিশ সুপার জনাব খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক, ইবি থানার অফিসার ইনচার্জ জনাব আননূর যায়েদ এর সুদক্ষ পরিকল্পনায় হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামী আব্দুল আজিজকে গ্রেফতার করেন।
এই সময় ছিলেন- ওসি তদন্ত গোলাম মওলা ইবি থানা সহ উজানগ্রাম ইউনিয়নের ৪১নং বিট পুলিশের ইনচার্জ এস আই বাবুল হোসেন।
এই বিষয়ে ইবি ওসি আননূর যায়েদ বলেন- অভিযুক্তরা সম্পর্কে পরস্পর ভাই ও ভাতিজা। নিহত মফিজ মন্ডলের সাথে অনেকদিন ধরে জমিজমা সংক্রান্ত জের ও দ্বন্দ ছিলো তাদের ভাই, ভাতিজার মধ্যে নিহত মফিজ এর বাড়ীর জমি তার ভাইদের নিকট বিক্রয় করে কিন্তু বাড়ীর জমি দখল না দেওয়ায় ভাতিজা মফিজ মন্ডল’কে হত্যা করে বাড়ীর জমি দখল নেওয়ার পরিকল্পনা করে।
গত ২২/০৯/২২ইং তারিখে রাত অনুমান সাড়ে ৭টার সময় গজনবীপুর একটি চায়ের দোকানে চা খেতে গেলে নিহত মফিজকে কৌশলে ডেকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। মফিজের দুই পা ও গলায় দড়ি দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার ঐদিন বিকেলে ইবি থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে বলে তিনি জানান।
তিনি আরও বলেন- উক্ত হত্যা কান্ডের সাথে জড়িত আব্দুল আজিজ ওরফে খয়বারকে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জড়িয়ে এই হত্যাকান্ডের বিষয় স্বীকার করে। এদিকে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com