");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-oht5ij .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-oht5ij .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-oht5ij .gt_switcher .gt_current{display:none}.gt_container-oht5ij .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-oht5ij .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-oht5ij .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-oht5ij .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-oht5ij .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-oht5ij .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:১০ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপির জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব নুরুল আমিন সাহেব এর নেতৃত্বে চট্টগ্রামের রাজপথে বিশাল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি সি আর বি সাতরাস্তা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাদের দেউড়ি নসিমন ভবন দলীয় কার্যালয়ে সমাপ্তি হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, মিরসরাই উপজেলা কৃষকদলের সভাপতি আবিদ হোসেন মানিক, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব এয়াছিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, ২নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ভুইঁয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক গোলাম জাকারিয়া, ৪নং ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল আলম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, ৫নং ওসমানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট, ৬নং ইছাখালী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু,৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল হক মেম্বার, ১২নং খৈয়াছড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রফিকুল ইসলাম চেয়ারম্যান, ১৪নং হাইদকান্দি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ইমাম হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোঃ ইফতেখার মাহমুদ জিপসন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুমুল হক ইমন সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা শোভা যাত্রায় অংশগ্রহণ করেছেন।