রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুর পীরগঞ্জ’ উপজেলার বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ডঃ এম এ ওয়াজেদ মিয়া লালদীঘি ফতেপুর নামক গ্রামে ১৯৪২ খ্রিস্টাব্দের ১৬ই ফেব্রুয়ারীতে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম মরহুম আব্দুল কাদের মিয়া, মাতার নাম মরহুমা ফয়জান নেছা।
ডঃ এম এ ওয়াজেদ মিয়ার প্রাথমিক শিক্ষা শুরু হয় ৯নং পীরগঞ্জ ইউনিয়নের চককরিম প্রাথমিক বিদ্যালয়ে। অতঃপর পীরগঞ্জ হাইস্কুল। তার পর ১৯৫৬ খ্রিস্টাব্দে রংপুর জেলা স্কুল থেকে আই এস সি এবং ১৯৬২ খ্রিঃ ঢাকা কলেজ থেকে এম সি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩-৬৪ খ্রিস্টাব্দে এটমিক এনার্জির উপর ডিপ্লোমা করেন লন্ডনের ইমপিরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে। লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে, পি. এইচ. ডি ডিগ্রি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান যখন আগরতলায় ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ, তখন তার ঘনিষ্ট সহকারি পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাবেক বানিজ্য মন্ত্রি মতিউর রহমানের অভিভাকত্বে শেখ হাসিনার সঙ্গে ডঃ ওয়াজেদ মিয়ার শুভ বিবাহ সুসম্পন্ন হয়। তার দুই সন্তান পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
এই মহান বিজ্ঞানী ২০০৯ খ্রিঃ ৯ মে তারিখে পরলোক গমন করেন এবং তাকে লালদীঘি ফতেপুর গ্রামে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।