মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হামিদুল হক।
বৃহস্পতিবার ১৪ই জুলাই পরিদর্শনে আসেন তিনি।
স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিবকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট এর মাধ্যমে অভ্যর্থনা জানান- সিভিল সার্জন নীলফামারী ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ডাঃ মোঃ রায়হান বারী।
তাঁর পরিদর্শনকালীন সময়ে সাথে ছিলেন নীলফামারী জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির, ডোমার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম।
যুগ্মসচিব ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বংগবন্ধু কর্ণার থেকে শুরু করে পর্যায়ক্রমে অফিস সেকশন, একাউন্টস, ইমার্জেন্সি, টিবি ল্যাব, যক্ষ্মা-কুষ্ঠ নিরাময় কর্ণার, রান্নাঘর, লেবার ওয়ার্ড, ফিমেল ও মেল ওয়ার্ড, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, নার্সিং স্টেশন, পোস্ট অপারেটিভ, নবসৃষ্ট এ এন সি কমিউনিকেশন সেল, অপারেশন থিয়েটার, টিকেট কাউন্টার, ফার্মেসি, স্থায়ী টিকাদান কেন্দ্র, এ এন সি ও পি এন সি কর্ণার, প্যাথলোজি ল্যাব, আই এম সি আই কর্ণার, স্টোর সেকশন, টেলিমেডিসিন সেবা, আউটডোর চিকিৎসাসেবা, হোমিও চিকিৎসাসেবা, ইসিজি কক্ষ, অটোমেশন সেকশনসহ অন্যান্য সকল সেক্টরের কার্যক্রম পুংখাণুপুংখরূপে পর্যবেক্ষণ করেন।
এ পরিদর্শনকালে তিনি ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের নতুন সংযোজন “এ এন সি কমিউনিকেশন সেল বা গর্ভবতী মাতৃসেবা যোগাযোগ কক্ষ” উদ্বোধন করেন এবং মোবাইল ফোন সার্ভিসের মাধ্যমে একজন গর্ভবতী মায়ের সাথে কথা বলে সন্তুষ্টি প্রকাশ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি ডোমার উপজেলার “মৌজাপাঙ্গা কমিউনিটি ক্লিনিক” পরিদর্শন করেন।
পরিশেষে হাসপাতালের পরিদর্শন বহি ও কমিউনিটি ক্লিনিকের পরিদর্শন বহিতে তার পরিদর্শন বিষয়ক মতামত লিপিবদ্ধ করেন।
পরিদর্শনকালে তিনি হাস্পাতালের বিভিন্নস্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং সাধারণ জনগণের সাথে স্বাস্থ্যসেবা বিষয়ে মত বিনিময় করেন।
এ সুদীর্ঘ এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিদর্শনের পর যুগ্মসচিব মোঃ হামিদুল হক ডোমার উপজেলার সামগ্রীক স্বাস্থ্য ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং এ কার্যক্রমের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আরোও উন্নত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। প্রত্যন্ত একটি অঞ্চলে এমন উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তাঁকে বিস্মিত করেছে বলে তিনি উল্লেখ করেন।
ডোমার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রায়হান বারী বলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্যারের বদান্যতা, আন্তরিকতা, সৌজন্যবোধ এবং সুপরামর্শ ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের জন্য চলার পথে প্রেরণা ও শক্তি যোগাবে। তাই ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে তাঁকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা এবং অভিনন্দন।