বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
নুরকাদের সরকার- নিজস্ব প্রতিনিধিঃ
ইমরান, নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্রের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রায়হান বারী, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর (এমওডিসি)মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান নোবেল, হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা, বামুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুর রহমান, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক (ইনচার্জ)ও স্যানিটেরি ইন্সপেক্টর আলামিন রহমান উপস্থিত ছিলেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রায়হান বারী জানান, এবার ডোমার উপজেলার ২৪০টি অস্থায়ী ও স্থায়ী ১টি সহ মোট ২৪০টি কেন্দ্রে ৪৬ হাজার ১১টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ২০৪ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪০হাজার ৮০৭ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তাই এ কার্যক্রমকে বেগবান করার জন্য সকলকে আহবান জানান তিনি।