বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
বিরামপুরে নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের জলঢাকায় উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন চরে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের স্বাস্থ্যসেবা ক্যাম্প আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ধুনটে চিকাশী ৩দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন প্রশিক্ষণ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে- নির্বাহি কর্মকর্তা নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা পাবনা জেলা ছাত্রশিবিরের নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান পাবনায় রিক্সা শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ বেরোবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম লক্ষ্মীপুরে জমি বিক্রি করে খরিদদারকে হয়রানি! ধুনটের নিত্তিপোতায় ৩ দিনব্যাপী বাৎসরিক পৌষ মেলা ফুলবাড়ী উপজেলার ডাক বাংলোয় যাওয়ার রাস্তার বেহাল অবস্থা ফুলবাড়ীর সজনপুকুরে বিষ দিয়ে বীজতলা পোড়ানোর অভিযোগ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বেসিসের শীতবস্ত্র বিতরণ মেয়েদের কটূক্তির ঘটনায় পাবনায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ রাণীশংকৈলে টিসিবি কার্ডে দিনমুজুর হিসেবে চাকরিজীবীর নাম

“দিশারী ক্লাব” আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
“মাদক ও স্মার্টফোনে আসক্তি পড়াশোনার ক্ষতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করণের উদ্দেশ্যে “শিক্ষা-শান্তি-ঐক্য-প্রগতি” এমন স্লোগানে রংপুরের পীরগাছা উপজেলাধীন ১নং কল্যাণী ইউনিয়নের বড়দরগাহ উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর (সোম-মঙ্গলবার) বড়দরগাহ উচ্চ স্কুল মাঠে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দিশারী ক্লাবের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, পীরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রশাসক ১নং কল্যাণী ইউনিয়ন ফারুকুজ্জামান ডাকুয়া।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন, জিকরুল আমিন, আলহাজ্ব নুরু মোল্লাহ, আলহাজ্ব জালাল আহমেদ, নাজির হোসেন, সিরাজুল ইসলাম, আলহাজ্ব তৌহিদুল ইসলাম, আলতাব হোসেন, হায়দার আলী, ইদ্রিস আলী, মোশাররফ খাঁন (ইমেজ), আব্দুল হালিম, সরোয়ার চৌধুরী, কাজী রাশেদ, সুরুজ্জামান সরকার প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি শামছুল আলম (বাদশা), সহ. সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শহীদুল সরকার, সাংগঠনিক সম্পাদক মুরাদ রানা, ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন রসমত, দপ্তর সম্পাদক-গোলজার হোসেন, প্রচার সম্পাদক জাকির হোসেন, শিক্ষা সম্পাদক ওমর ফারুক, কৃষি সম্পাদক ডা. ফজলুল হক, মৎস্য পানি সম্পাদক- আনিছুল মন্ত্রী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রাজু, ত্রাণ সম্পাদক মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম।

সাবেক সভাপতি জিহাদুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন দিশারী ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ। বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বাতেন। আবুল কালাম, আনোয়ার হোসেন, কামরুজ্জামান, মো. ইউনুস আলী, মোছা. রুবী বেগম। বিহারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম, বড়দরগাহ অক্সফোর্ড মডেল স্কুলের প্রধান শিক্ষক সুমন পারভেজ। আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকগণ।

দুই দিনব্যাপী এ মেলার প্রদর্শনীতে অংশ গ্রহণ করে উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়, বড়দরগাহ রেসিডেন্সিয়াল মডেল স্কুল, বিহারী উচ্চ বিদ্যালয়, কল্যাণী উচ্চ বিদ্যালয়, শরীফ সুন্দর উচ্চ বিদ্যালয়, স্বচাষ তালতলা দাখিল মাদ্রাসা, বড়দরগাহ আইডিয়াল স্কুল, বড়দরগাহ প্রি-ক্যাডেট স্কুল, বড়দরগাহ অক্সফোর্ড মডেল স্কুল, দেউতি স্কুল এন্ড কলেজ। এছাড়াও উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশ গ্রহণ করেন।

দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা ও নতুন বছরের আগমন উপলক্ষে ক্লাবে ৩৩ জন নতুন সদস্য গ্রহণ করা হয়। উক্ত সদস্যদের পক্ষে সাংবাদিক হারুন-অর-রশিদ বাবু বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দিশারী প্রতিষ্ঠার পর থেকেই নানামুখী সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করে আসছে তারই সুত্র ধরে আজকের বিজ্ঞান মেলা। সকলের সহযোগিতা পেলে এ ধারা অব্যাহত থাকবে।

বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম সাইফুল ইসলাম আজাদ।

প্রদর্শনী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাজমুল হক সুমন, ক্লাবের সভাপতি শামছুল আলম (বাদশাহ) এবং উপস্থিত বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ। প্রথম স্থান অধিকার করেন বড়দরগাহ প্রি-ক্যাডেট স্কুল। দ্বিতীয়- বড়দরগাহ উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেন শরীফ সুন্দর উচ্চ বিদ্যালয়।

উল্লেখ্য, মেলায় প্রায় ১২ শতাধিক শিক্ষার্থীসহ হাজারো মানুষের অংশগ্রহণে ক্ষুদে বিজ্ঞানীদের ১০০টি প্রকল্প প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com