রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে লোহাগড়ায় দুদিনব্যাপী শিশুমেলার উদ্বোধন। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুইদিনব্যাপী শিশুমেলা আয়োজিত হয়৷ সোমবার ৯ই মে দুপুরে জেলা তথ্য অফিস, নড়াইলের আয়োজনে শিশু ও নারী সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম ৫ম পর্যায় ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের আয়োতায় কলেজ, হাইস্কুল, একাধিক প্রাথমিক বিদ্যালয় ও প্রি-ক্যাডেট স্কুলের সহস্রাধিক ছাত্র-ছাত্রী শিশুমেলায় অংশগ্রহণ করে ৷ শিশুমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ছয়টি স্টল প্রদর্শনীর জন্য উন্মুক্ত ছিলো৷
অনুষ্ঠানের শুরুতে সকলের অংশগ্রহণে এক সুসজ্জিত র্যালী দীঘলিয়া বাজার প্রদিক্ষণ করে মেলায় এসে শেষ হয় ৷ এরপর আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন৷
স্টল পরিদর্শন শেষে উদ্বোধনী আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয় ৷ জেলা তথ্য অফিসের আয়োজিত শিশুমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান৷
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর আলী৷ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব এস এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো হুমায়ন কবির, দীঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান জনাব সৈয়দ বোরহান উদ্দিন, নবগঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীনেশ চন্দ্র বিশ্বাস এবং দীঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা৷
শিশুমেলা উপলক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ ক্যাটেগরিতে মোট চার গ্রুপের বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ের উপর কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুমেলায় শিশু ও নারীর উপর নির্যাতন রোধ, কিশোরীর মানসিক স্বাস্থ্য, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িকতা ও প্রতিহিংসার রাজনীতি ইত্যাদি বিষয়ে বক্তারা মূল্যবান বক্তব্য পেশ করেন ৷
উল্লেখ্য যে- আগামীকাল ১০ই মে সকাল দশ টায় দুইদিনব্যাপী শিশুমেলার শেষ দিনে নবগঙ্গা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে শিশু-শিক্ষক-অভিভাবক সমাবেশ এবং আলোচনার পর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হবে৷
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com