সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গায় নতুন পুলিশ ক্যাম্পের জন্য জায়গা পরিদর্শন করলেন এসপি মেহেদী হাসান। নড়াইলের নড়াগাতী থানা ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে পহরডাঙ্গা ইউনিয়ন খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী জায়গায় অবস্থিত বলে অপরাধীরা যেকোন অপরাধ সংঘটন করে দ্রুত আত্মগোপন করে। অপরাধীরা যাতে সংঘবদ্ধ অপরাধ করে পালিয়ে যেতে না পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা যায় সেজন্য নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান।
বৃহস্পতিবার (২মে) নতুন পুলিশ ক্যাম্পের জন্য জায়গা পরিদর্শন করেন। পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল ব্রীজের সন্নিকটে পুলিশ ক্যাম্পের জন্য উপযুক্ত স্থান বলে পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান মনে করেন।
এছাড়াও আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মানুষের জান ও মালের নিরাপত্তায় অস্থায়ীভাবে নিয়োজিত পুলিশ সদস্যদের রাত্রিযাপন স্থান ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার, প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, নড়াগাতি থানা, জনাব মোঃ মাহমুদুল হাসান, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে নড়াইলের কালিয়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বৃহস্পতিবার ২রা মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান।
এ সময় পুলিশ সুপার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।”
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল, মোঃ জসিম উদ্দীন, জেলা নির্বাচন অফিসার, নড়াইল, তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার, রুনু সাহা, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়া, খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।