বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীতে স্মার্ট ভূমি সেবায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে।
সোমবার ২২শে মে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইবনুল আবেদীন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক কয়েকজন সেবাগ্রহীতাকে খতিয়ানের কপি, এলএ চেক, অর্পিত সম্পত্তির লীজ নবায়নের ডিসিআর, নামজারির কপি প্রদান তাৎক্ষণিক সেবা প্রদান করেন। আগামী ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে।