সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবসটি পালন উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক হাফিজুর রশিদ মঞ্জুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শহিদ মাহমুদ ।
আলোচনা সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মুক্তিযোদ্ধারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পর সারা দেশের ন্যায় নীলফামারীর দামাল ছেলেরাও তাদের মাতৃভূমিকে পাক-হানাদারমুক্ত করতে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। পাক হানাদার বাহিনীরা নীলফামারী সরকারী কলেজ, কলেজ ছাত্রাবাস ও ভকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটে তাদের সেনা ক্যাম্পের নামে শক্ত ঘাটি তৈরি করে।
বিভিন্ন স্থান থেকে পাক হানাদার বাহিনীরা নারী পুরুষকে ধরে এনে তাদের ঘাটিতে নির্মম নির্যাতন, ধর্ষণ ও হত্যাযজ্ঞ চালায়। মাতৃভূমিকে হানাদারমুক্ত করতে টানা ৯ মাসের যুদ্ধে ক্যাপ্টেন বাশার, আলী হোসেন, আহমেদুল হক প্রধান, আনজারুল হক ধীরাজ, মির্জা হাবিবুর রহমান বেগসহ ১৭ জন বীর যোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধাদের হামলা ও সম্মুখ যুদ্ধে অনেক পাক সেনা নিহত হয়।