বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙা থেকে পদ্মাসেতু হয়ে মাওয়া পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর একটা ২০ মিনিটে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরে ছয় বগির একটি বিশেষ ট্রেন পদ্মা সেতু হয়ে মাওয়ার উদ্দেশে যাত্রা করে।
পরীক্ষামূলক ট্রেনের প্রথম যাত্রী হয়েছেন রেলমন্ত্রী। তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন, সাবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রমুখ।