বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলার হিমায়েপুর ইউনিয়নের শাখার উদ্যোগে যুব সমাবেশে অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ জুলাই) বাদ মাগরিব চর বাঙ্গাবাড়িয়া গ্রামের স্থানীয় একটি মসজিদে যুব সমাবেশের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার সেক্রেটারি ও পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাকারিয়া হোসেন, সদর উপজেলার যুব শাখার সভাপতি মোঃ আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের তরিবিয়ত সেক্রেটারি, মাওলানা আরিফুল ইসলাম।
হিমায়েপুর ইউনিয়ন জামায়াতের প্রচার সেক্রেটারি সেক্রেটারি হাফেজ মাওলানা জয়নাল আবেদিনের উপস্থাপন, যুব শাখার সভাপতি আবু সাঈদ লিটনে সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, হিমায়েপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ ও সূরা সদস্য মোঃ সুলতান মাহমুদ, হিমায়েপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হিমায়েপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লা তুহিন তন্ময়, ওয়ার্ড জামায়াতের সভাপতি জয়নাল হোসেন, ইউনিয়ন শিবিরের সভাপতি ইমাম হোসাইন, মোঃ রুহুল আমিন সহ অত্র ইউনিয়নের জামায়াত ও যুব সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।