রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একটি শিশুর জন্ম না হলেও প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক এ্যাকাউন্ড খোলা হচ্ছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর শিকদার। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, দেশে দিন দিন ইন্টারনেট সেবা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে নতুন করে একটি ফেসবুক একাউন্ট তেরি হচ্ছে। যা এদেশের জনসংখ্যা বৃদ্ধির হারকে ছাড়িয়ে যাচ্ছে। এটা ইন্টারনেট ব্যবহারের সুফলে হচ্ছে। আগের চেয়ে ইন্টারনেটের সেবার মানও বৃদ্ধি পাচ্ছে। ফলে আমরা অন্য দেশের তুলনায় আরও এগিয়ে যাচ্ছি।’
চেয়ারম্যান আরও বলেন- বিশ্বের মধ্যে ফেসবুক ব্যবহারকারী হিসেবে ঢাকা শহর দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটা হলো আমাদের নেট দুনিয়ার অর্জন। এছাড়া এখন অনিয়ম আর চোর বাটপার ধরতে খুঁজতে হবে না, মোবাইল চুরি করলেই ধরা খাবে। আমরা সেইভাবে প্রযুক্তিকে শক্ত অবস্থানে নিচ্ছি। অচিরেই প্রযুক্তি মানুষের সর্বোত্তম বন্ধু হয়ে উঠবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সিভিল সার্জন ডাঃ মুনির আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, মোবাইল অপারেটর প্রতিনিধি, টাওয়ার কোম্পানি, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিটিসিএল প্রতিনিধি সহ অনেকেই।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com