সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফরে যাচ্ছেন শনিবার ৪ঠ মার্চ। সেখানে তিনি পঞ্চম এলডিসি সম্মেলনে অংশ নেবেন। কাতারের রাজধানী দোহায় ৫ থেকে ৯ই মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এলডিসি উত্তরণে বাংলাদেশকে বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী।
এটিই হবে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশের শেষ এলডিসি শীর্ষ সম্মেলন। কারণ ২০২৬ইং সাল নাগাদ বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি শাখার মহাপরিচালক সেহেলী সাবরীন বলেন- সম্মেলনের ফাকে প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল ছানি ও প্রধানমন্ত্রী খালিদ বিন খালিফা বিন আব্দুল আজিজ আল ছানি’র সঙ্গে দেখা করবেন। তিনি জ্বালানি তেলের ক্ষেত্রে কাতারের সহায়তা চাইতে পারেন।
সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করবেন বলে জানান সেহেলী সাবরীন।