সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে ডাকাতি এবং অস্ত্রসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি ছলিম আহমদ রায়হানকে(৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ।
তিনি উপজেলার দশঘর ইউনিয়নের ছিক্কা নোয়াগাঁও গ্রামের আইয়ুব আলীর ছেলে। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা রাতে ওসমানীনগর থানার উমরপুর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) রুমেন আহমদ ও কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ছলিম আহমদ রায়হানকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এরমধ্যে, শাহপরান থানার জিআর মামলা (নাম্বার ৬৪/১৮ইং), কোতোয়ালী থানার জিআর মামলা নাম্বার (৬৩/১৩ইং) দক্ষিণ সুরমা থানার জিআর মামলা (নাম্বার ৫৪/১৭ইং) ও দায়রা মামলাসহ (নাম্বার ১২/১৯ইং) ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। আজ বুধবার (১১ অক্টোবর) তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়।