বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার উত্তর চিড়াইপাড়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আসলাম হোসেন।
উত্তর চিড়াইপাড়া যুব সংঘের উপদেষ্টা মোঃ তালেব আলী সরদারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, বোরহান ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ আশরাফ আলী সরদার, যুবলীগ নেতা এহসানুল হক মামুন, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইমদাদুল হক মিলন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাঠশালার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ সিরাজুল হক সরদার, স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ নয়ন সরদার, সমাজসেবক আওলাদ হোসেন তিতু, ব্যবসায়ী কাওছার সরদার, বিট পুলিশ অফিসার তন্ময় মন্ডল, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ অনেকেই।
মৈত্রী মিডিয়া সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির সাংবাদিক সাইফুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদক বিরোধী শপথ ও মাদক প্রতিরোধে পরিবারের প্রতি সজাগ থাকার আহবান জানান অতিথিরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তায় বিডি ক্লিন মাদারীপুর টিমের সদস্যরা ভূমিকা পালন করেছেন।