বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম রাস্তি এলাকায় গণ কবরস্থান উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা রাজু হাওলাদারের দানকৃত ১৫ শতাংশ নাল জমিতে এই গণ কবরস্থানের ফলক উন্মোচন করা হয়।
ফলক উন্মোচন শেষে স্থানীয় ইমাম দোয়া মোনাজাত করেন। অত্র এলাকার প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- এমপির স্থানীয় প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কবরস্থানের সীমানা প্রাচীর ও সংযোগ সড়কটি মেরামত করার আশ্বাস দেন এমপি। অনুষ্ঠান শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।