শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় জোরারগঞ্জ থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওমেরা গ্যাস এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এর অনুসারী বিএনপি ও ছাত্রদল নেতা কর্মীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
মিছিলে নেতাকর্মীরা সরকার বিরোধী শ্লোগান দেন। তারা নির্বাচন কমিশনকে সরকারি দলের আজ্ঞাবহ উল্লেখ করে অবিলম্বে পদত্যাগ দাবি করেন।