সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুরের তারাগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টার সময় রংপুর গ্রান্ড হোটেল মোড়স্থ রংপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে তারাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রংপুর জেলা শাখার আহবায়ক মো. মোজাম্মেল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রংপুর জেলা শাখার সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম রাশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা যুবদলের সিনিয়র সহ. সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রংপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. রোকনুজ্জামান বাবু, যুগ্ম আহবায়ক মো.জামান মাহমুদ কাচু, যুগ্ম আহবায়ক ও পীরগাছা উপজেলার ১নং কল্যানী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহীন মির্জা সুমন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রংপুর জেলা শাখার সদস্য মো. মানিক মিয়া,সদস্য মনছুর আহম্মেদ, সদস্য মো. আবু মুছা সহ জেলা ও তারাগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তারাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো. সাহজাদা মিয়া, সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তারাগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হলিম।
প্রধান অতিথি মোজাম্মেল হক বক্তব্য বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক রংপুরের সকল পর্যায়ের নেতাকর্মীগনকে ঐক্যবব্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। সেই সাথে আমাদেরকে সজাগ থেকে সকল ধরনের অপচেষ্টা রুখে দিতে হবে। এবং গত (৫ আগষ্ট) এর পূর্বে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এ উপস্থিত ছিলেন তাদেরকে মাঠ পর্যায়ে চিহ্নিত করে রংপুর জেলা পর্যায়ের সকল ইউনিটের শাখা গুলোর কর্মী সমাবেশ সম্পন্ন করব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্যে বলেন রংপুরে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ভাইয়ের নেতৃত্বে যেভাবে রংপুর জেলা বিএনপি দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি মৎস্যজীবী দলও এগিয়ে যাচ্ছে। তেমনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রংপুর জেলা শাখার আহবায়ক মোজাম্মেল হকের নেতৃত্ব আগামীতে মৎস্যজীবী দলকে আরো বেশি গতিশীল করতে হবে।