শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত হওয়া মোঃ মেরাজুলের পরিবারের খোঁজখবর এবং আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড নিউ জুম্মাপাড়ায় মোহাম্মদ মেরাজুলের পরিবারের খোঁজখবর নিতে যান জামায়াত নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও সাবেক রংপুর মহানগর আমির মাহাবুবুর রহমান বেলাল। মহানগর টিম সদস্য শাহ মোহাম্মদ নূর হোসেন, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, মহানগর নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কোতোয়ালি থানা আমির কে এ এম আনোয়ারুল হক কাজল। মহানগর আইন ও প্রচার সম্পাদক এডভোকেট কাউসার আলী, স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক আবুল হাসেম বাদল, ২৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারী সহ আরো অনেকে।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ শহীদ মোঃ মেরাজুলের মাতা, স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেন, তাদেরকে সান্তনা দিয়ে আল্লাহর ফয়সালা মেনে নিয়ে ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন নেতৃবৃন্দ। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে মেরাজুলের পরিবারকে ১ লক্ষ্য টাকা সহায়তা দেয়া হয়।